টমেটোর লাল রঙ থেকে যে পুষ্টি পাওয়া যায় তা পুরুষের ফার্টিলিটি বাড়াতে সাহায্য করে৷ একটি গবেষণার মাধ্যমেই এই তথ্য সামনে এসেছে৷ গবেষণায় দেখা গেছে লাইকোপিন স্পার্ম কাউন্টকে ৭০ শতাংশ বাড়াতে সাহায্য করে৷ লাইকোপিনের কারণেই টমেটোর রঙ লাল হয়৷ এই আবিষ্কারের ফলে এবার সেই পুরুষেরা উপকৃত হবেন যারা এখনও বাবা হতে পারেননি৷ বন্ধ্যা পুরুষদের সাহায্যকারী একটি সংস্থা গবেষণা করে দেখছে যে পুরুষদের বেশি মাত্রায় লাইকোপিন দিলে তাদের বাবা হওয়ার সম্ভবনা বাড়ে কিনা৷ ব্রিটেনের ইনর্ফাটাইল নেটওয়ার্কের প্রবক্তা...

